সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ২২:৪৭
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেয়া হয়।


১৫ আগস্ট, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


অফিস আদেশে বলা হয়, গত ১৪-০৮-২০২৪ তারিখে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। কোন শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী কোন ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এর আগে, গত কয়েকদিন ধরেই রাজনীতি মুক্ত ক্যাম্পাস, উপাচার্যের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গতকাল ডিন কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়ন ও সিন্ডিকেট সভায় পাশ করার আহ্বান জানান শিক্ষার্থীরা।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির স্বমন্বয়ক আজিজুল হক আজাদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের স্মারকলিপির প্রেক্ষিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি ডিন কাউন্সিলের সভায় পাশ হয়েছে। আমাদের অন্যান্য দাবির মধ্যে আছে গণহত্যার সমর্থক উপাচার্যের পদত্যাগ, এছাড়া শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার, দ্রুত ক্যাম্পাস খুলে দেয়া ও ছাত্রসংসদ চালু করা।


তিনি আরো বলেন, আমরা চাই এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং সিন্ডিকেট সভায় পাশ হবে। যতদিন এই দাবিগুলো আদায় হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে।


বিবার্তা/রায়হানুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com