
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৪ মার্চ, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
শোকবার্তায় তিনি বলেন, উনার মতো বিনয়ী, সদালাপী বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক এর মৃত্যুতে দেশ-জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিচালনায় তার ত্যাগ-তিতিক্ষা ও অবদান বিশ্ববিদ্যালয় পরিবার স্মরণ রাখবে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সইবার শক্তি দেন।
অধ্যাপক ড. আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।
২০০৯ সালের ২৩ নভেম্বর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। উচ্চ মাধ্যমিক স্তরের ‘পদার্থবিজ্ঞান’ বই লিখে তিনি বিশেষ পরিচিতি পান।
বিবার্তা/প্রসেনজিত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]