শ্রেণীকক্ষ দখল নিয়ে ভিসির কার্যালয় অবরোধ ইবি শিক্ষার্থীদের
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১৯:৩২
শ্রেণীকক্ষ দখল নিয়ে ভিসির কার্যালয় অবরোধ ইবি শিক্ষার্থীদের
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রেণীকক্ষ সংকটের ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন শ্রেণীকক্ষ দখলে রাখতে তালা লাগিয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এদিকে কাজ সম্পন্ন ও ভবন প্রশাসনের কাছে হস্তান্তরের আগে কক্ষ দখলে বাঁধা দেয়ায় উপাচার্যের কার্যালয় অবরোধ করেছে বিভাগটির শিক্ষার্থীরা।


১২ মার্চ, মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। পরে উপাচার্য সমাধানের উদ্দেশ্যে আলোচনায় বসার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।


জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা করে প্রশাসন। প্রতিষ্ঠার ৬ বছর পেরিয়ে গেলেও বর্তমানে বিভাগের ৫টি ব্যাচের শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র একটি শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ সংকটের ফলে রবীন্দ্র নজরুল কলা ভবনের চতুর্থ তলায় কয়েকটি নির্মাণাধীন রুমে তালা দিয়ে দখল করেন শিক্ষার্থীরা।


এদিকে মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন ওই ক্লাসরুমগুলো পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় ভিজিলেন্স টিমের সদস্যরা। পরিদর্শনকালে কক্ষগুলোতে তালা দেখে তা ভাঙার এবং কক্ষগুলো ছেড়ে দেয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।


এতে ক্ষুব্ধ হয়ে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় অবরোধ করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা দখলকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে বরাদ্দ দেয়ার দাবি জানান।


আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বর্তমানে আমাদের বিভাগে পাঁচটি ব্যাচ রয়েছে। গত ছয় বছরে আমরা কষ্ট করে এক কক্ষেই ক্লাস করে আসছি। রবীন্দ্র নজরুল কলা ভবনের কক্ষগুলোর কাজ শেষ হওয়ায় আমরা সেখানে ক্লাস-পরীক্ষা শুরু করেছি। কিন্তু প্রশাসন আমাদের এতেও বাঁধা দিচ্ছে।


এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ওই কক্ষগুলো কাজ এখনো সম্পন্ন হয়নি। কাজ শেষের আগে কক্ষে তালা দিয়ে দখল করা ফৌজদারি অপরাধের শামিল। কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি আমাদের কাছে হস্তান্তর করলে তা বিভাগকে বরাদ্দ দেয়া হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আগামীকাল কথা বলে বিষয়টি সমাধান করবে।


বিবার্তা/জায়িম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com