জাবি প্রেসক্লাবের এক যুগ পূর্তি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ২০:১০
জাবি প্রেসক্লাবের এক যুগ পূর্তি
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২০১২ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিক সংগঠন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ গৌরবময় অগ্রযাত্রার এক যুগ পূর্ণ করেছে। দীর্ঘ পথচলার এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করতে কেক কাটা, আনন্দ র‍্যালি এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ‘যুগপূর্তি’ উদ্‌যাপন করেছে জাবি প্রেসক্লাব।


২১ জানুয়ারি, রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসিব সোহেলের সঞ্চালনায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।


তিনি বলেন, জাবি প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু সাংবাদিকই নয়, শিক্ষার্থীও। শিক্ষার পাশাপাশি তারা সাংবাদিকতা চালিয়ে যান। তবে, তাদের লেখনিতে মনে হয় তারা যেন জাতীয় পর্যায়ের পেশাদার সাংবাদিক।


উপাচার্য আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে। ইতোমধ্যে আমরা বায়োডাইভারসিটি মাস্টারপ্ল্যান করার উদ্যোগ নিয়েছি। দীর্ঘ ৫৪ বছর পর আমরা বিশ্ব র‍্যাংকিংয়ে স্থান পেয়েছি। অনুষদভিত্তিক বিশ্ব র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে সমাজবিজ্ঞান এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ। বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা গবেষণায় আরও এগিয়ে যায় সেজন্য সাফল্যগুলো আপনারা পত্রিকায় তুলে ধরবেন। আমি প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি।


অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘আমরা সাংবাদিকতা কেন করব এটি জানা জরুরি। বর্তমান জেনারেশনের কেউ পত্রিকা পড়ে না। বই পড়ে না, অডিওবুক শুনে। দশ বছর পর পত্রিকা বলতে কিছু থাকবে না বিশ বছর পর হয়ত টেলিভিশন বলতে কিছু থাকবে না। আমাদের জেনারেশনের বেশ কিছু মানুষের এখনো পত্রিকা পড়ার অভ্যাস রয়ে গেছে। এরপরেও যারা সাংবাদিক পেশায় আসতে চান তাদেরকে প্রচুর পড়তে হবে, জানতে হবে। ক্লাসিক সাহিত্য যেমন রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, জীবনানন্দকে নিজের মধ্যে ধারণ করতে হবে। ভালো মুভি দেখতে হবে।‌ গান শুনতে হবে। সাংবাদিক হই না হই, নিজেকে একজন সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’


জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক শফি মুহাম্মদ তারেক বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এক যুগ পার করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে জাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একজন সংবাদ কর্মী অনেক তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে গবেষণার মাধ্যমে সংবাদ প্রকাশ করে। প্রেসক্লাবের সকল কর্মীকে হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে, ভুল তথ্য যেন ছড়িয়ে না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যাত্রা অব্যাহত থাকলে একদিন জাবি প্রেসক্লাব দেশ থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দীন। তিনি বলেন, ২০১২ সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে সকলের প্রচেষ্টায় আজ এক যুগ পূর্ণ করলো জাবি প্রেসক্লাব।প্রেসক্লাব সদস্যরা বাংলাদেশে প্রথম সারির দৈনিকগুলোতে কাজ করছে। ১৫টি প্রিন্ট পত্রিকাসহ ২০ টির অধিক অনলাইন ও অন্যান্য পত্রিকায় কর্মরত ২৭ জন সদস্য এবং ১৫ জন সহযোগী সদস্যের এক বিশাল পরিবার এটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গত এক যুগে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই সাংবাদিক সংগঠনটি স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আবদুল্লাহ হেল কাফী, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আক্তার। প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দের মধ্যে আমিনুল ইসলাম ইসহাক, মো. রায়হান চৌধুরী, সাগর কর্মকার, হাসান তানভীর, খলিলুর রহমান, ইমন মাহমুদ, নুর হাছান নাঈমসহ প্রাক্তন ও বর্তমান সদস্যরা বক্তব্য রাখেন।


বিবার্তা/আয়েশা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com