শিক্ষা
সিকৃবিতে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০০:৩০
সিকৃবিতে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
সিকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৫২তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্মরনে এই প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়।


শনিবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন ভুঁঞা। আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানটিতে বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার ৩০টি আলোকচিত্র প্রদর্শন করা হয়।


আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মৃত্যুঞ্জয় কুন্ডু। এছাড়াও সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সিকৃবি সাংবাদিক সমিতি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটির সাফল্য কামনা করে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁঞা বলেন, "বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানের মতো এমন উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অসাধারণ হয়েও সাধারণ জীবন ব্যবস্থা, বলিষ্ট নেতৃত্ব ও আদর্শের গল্পগুলো বারবার তুলে আনবে। বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু নামক হিমালয় সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে। উনার মতো জীবন গঠনে প্রত্যয়ী হতে পারবে। এর থেকে ভালো আর কি হতে পারে। আমি চাই বিজয়ের এই দিনে আমরা সকলেই প্রতিজ্ঞা করি আমরা আজীবন বঙ্গবন্ধুর আদর্শে আমাদের জীবনকে মহিমান্বিত করার চেষ্টা চালিয়ে যাবো"


এদিকে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা সিকৃবি ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. রাজিবুল ইসলাম বলেন, "বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসুতোঁয় গাথা। বাংলাদেশের নাম উচ্চারণ করতে গেলে বঙ্গবন্ধু এমনিতেই চলে আসে। আর তাই বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে জাতির পিতাকে স্মরণ করার একটু ক্ষুদ্র প্রয়াস থেকেই আমাদের এমন আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা। আশা করছি আমরা উনার আদর্শকে বুকে লালন করে একদিন উনার মতোই হিমালয় হয়ে উঠবো।"


বিবার্তা/রায়হানুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com