শিক্ষা
ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের ইন্ডিটেক্স চেয়ার-এর সাক্ষাৎ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৬:৩১
ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের ইন্ডিটেক্স চেয়ার-এর সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্প্যানিশ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


২৭ নভেম্বর, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।


এসময় স্পেনের ভিজিটিং প্রফেসর মারিয়া আম্পারো পোর্টা রিভাস তার সঙ্গে ছিলেন।


সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভাষা ও সংস্কৃতি’ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার আয়োজনের ব্যাপারেও বৈঠকে আলোচনা করা হয়।


উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশের জন্য স্পেনের ইন্ডিটেক্স চেয়ারকে ধন্যবাদ জানান।


বিবার্তা/ছাব্বির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com