কুবিতে সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ২১:০৯
কুবিতে সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চল্লিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। ১৪ নভেম্বর, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম।


কর্মশালা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'যেকোনো কাজ দুইভাবে শেখা যায়। একটা হলো কাজ করতে করতে শেখা, আরেকটা হলো শিক্ষা ও অভিজ্ঞতার সমন্বয়ে শেখা। আজকের এই কর্মশালার মাধ্যমে তোমরা যে শিক্ষা অর্জন করলে তার সাথে পূর্বের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে আরো দক্ষ হয়ে উঠবে বলে আশা করছি।'


কর্মশালার প্রশিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম বলেন, 'সাংবাদিকতাকে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। জনপ্রিয়তার জন্য নয় বরং মানুষের কল্যাণে সাংবাদিকতা করতে হবে।'


কর্মশালার প্রশিক্ষক মোহসীন-উল হাকিম বলেন, "যেকোন পেশা বিশেষ করে সাংবাদিক হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। একজন সাংবাদিক হিসেবে সর্বদা মানুষের কথা ভাবতে হবে। আমার মাধ্যমে যাতে অন্য কেউ অসম্মানিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সর্বদা মাথায় রাখতে হবে।'


সর্বশেষে সংগঠনের সভাপতি ইকবাল হাসান কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন।


বিবার্তা/প্রসেনজিত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com