শিক্ষা
জবি উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১০:১৬
জবি উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।


১১ নভেম্বর, শনিবার ভোর ৫টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।


জবি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. মনসুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আজ ভোর ৫টায় বিআরবি হাসপাতালে তিনি মারা গেছেন। স্যারের মরদেহ এখনো হসপিটালে আছে। বেলা ১১টায় ক্যাম্পাসে জানাজা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর আগে ক্যান্সার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে মাসখানিক চিকিৎসা নেয়ার পর অবস্থার উন্নতি হলে দেশে আনা হয়। পরে আবার অসুস্থ হলে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে নেয়া হয়।


এদিকে আজ বেলা ১১টায় জবি ক্যাম্পাসে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে। উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।


প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডীন ড. মো. ইমদাদুল হক।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com