ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে আধুনিকায়িত শ্রেণিকক্ষ উদ্বোধন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১৫:৩০
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে আধুনিকায়িত শ্রেণিকক্ষ উদ্বোধন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শ্রেণিকক্ষ, বিভাগীয় অফিস ও চেয়ারম্যান অফিস নতুনভাবে সজ্জিত ও আধুনিকায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) নবসজ্জিত ও আধুনিকায়িত কক্ষসমূহের উদ্বোধন করেন।


ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও আল্লামা রুমি সোসাইটির সভাপতি ড. আবদুল করিম, অলিফ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর এমডি আজিমুল ইসলাম, ইরানি কালচারাল কাউন্সেলর মির মোহাম্মাদিসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। এ বিভাগ বর্তমানে শিক্ষা ও গবেষণাকর্মে অভূতপূর্ব অবদান রেখে চলেছে। সামগ্রিক শিক্ষা কার্যক্রমের অনুকূল পরিবেশ সৃষ্টিতেও এ বিভাগের প্রয়াস লক্ষণীয়। আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান, আধুনিকায়িত সেমিনার লাইব্রেরি, শ্রেণিকক্ষসমূহ, ল্যাঙ্গুয়েজ ল্যাব ও বিভাগীয় অফিসের নবসজ্জায়নের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ার ক্ষেত্রে এ বিভাগ অনুকরণীয়।


উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক সুদৃঢ় করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মৌলিক গবেষণা পরিচালনা ও উদ্ভাবনে সহায়তার জন্য দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।


বিবার্তা / ছাব্বির/রাসেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com