গুচ্ছের প্রথম মেরিট লিস্টের ভর্তি শুরু ২২ জুলাই
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১০:২৮
গুচ্ছের প্রথম মেরিট লিস্টের ভর্তি শুরু ২২ জুলাই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২২ জুলাই থেকে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি শুরু হচ্ছে। ভর্তি চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে।


গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শুক্রবার (১৪ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানান।


অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রথম মেরিট লিস্ট প্রকাশের ব্যাপারে ভর্তি কমিটির মিটিং হয়েছে। ২২ থেকে ২৫ জুলাই প্রথম মেরিটের ভর্তি নেয়া হবে। এর আগেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ক্লাস শুরু করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।


অধ্যাপক ফরিদ আরও বলেন, আমরা প্রথমে মেরিট অনুযায়ী ফলাফল প্রকাশ করব। এরপর দ্বিতীয় মেরিট ও মাইগ্রেশনের সুযোগ দেয়ার পরই ক্লাস শুরু করব। এবার সবকিছু কেন্দ্রীয়ভাবে হবে, তাই আশা করি আসন ফাঁকা থাকবে না।


এর আগে, গত ২০-২৭ জুন গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন করেন শিক্ষার্থীরা।


বিবার্তা/রাসেল/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com