বেসরকারি মেডিকেলে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১০:১৮
বেসরকারি মেডিকেলে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপরে ফল আজ বুধবার (২১জুন) প্রকাশ করা হবে। এদিন দুপুরের পর থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।


জানা গেছে, গত ৬ জুন থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু হয়। যা চলে ১০ জুন পর্যন্ত। ১১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের ফি জমা দিতে পেরেছেন। ভর্তির জন্য প্রথম দফায় নির্বাচিতদের গত মঙ্গলবার রাত থেকে মেসেজ পাঠানো শুরু হয়।


স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার নির্বাচিতদের মেসেজ পাঠানোর কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে শিক্ষার্থীদের এসএমএস পাঠানো সম্ভব হয়নি। টেকনিক্যাল সমস্যা সমাধানে কাজ করছে টেলিটক। দুপুরের পর থেকে শিক্ষার্থীদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।


ওই সূত্র আরও জানায়, যারা দ্বিতীয় দফায় ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তাদের আগামী ২৫ জুনের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তির চূড়ান্ত মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ২৭ জুন। আগামী ৩ জুলাই থেকে ভর্তি শুরু হয়ে চলবে ৯ জুলাই পর্যন্ত।


এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল) ডা. উপল সীজার বলেন, কিছু সমস্যার কারণে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের এখনো মেসেজ পাঠানো শুরু হয়নি। বুধবার (২১ জুন) দুপুরের পর থেকে শিক্ষার্থীদের মেসেজ পাঠানো শুরু হবে বলেও জানান তিনি।


বিবার্তা / রাসেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com