ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহাল রাখায় জাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৮ মে ২০২৩, ২০:৪৫
ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহাল রাখায় জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটায় ৫১ ব্যাচের শিক্ষার্থী সোহাগী সানিয়ার সঞ্চালনে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সোহাগী সানিয়া বলেন, 'তথাকথিত শিফট পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতি বাতিলের জন্য বারবার প্রশাসনকে বলেছি। আমাদের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল শিফট কমিয়ে দুটিতে করা হবে। অথচ এখন তারা আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে। ফরমের দাম কমাতে আমরা দাবি জানিয়েছি।'


জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, 'বর্তমানে শিক্ষকরা অর্থের পূজারি হয়েছেন । ভর্তি পরীক্ষা কোনো জুয়া খেলা নয়। লটারির মাধ্যমে শিক্ষার্থীদের বেছে নেওয়া উচিত নয়। তারা মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসবে। অভিন্ন প্রশ্নে এক শিফটে ভর্তি পরীক্ষা নিতে হবে।'


ছাত্র ফ্রন্টের (জাবি শাখা) সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, 'ভর্তি পরীক্ষার ফর্মের মূল্য প্রতি বছর বাড়ানো হয়। আমরা কমাতে বলেছিলাম কিন্তু তারা তা আমলে নেন নি। ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা লাঞ্চনা বঞ্চনার শিকার হয়। আশা করি শিক্ষকরা তাদের শিক্ষকতার নৈতিক দায়িত্ব তারা গ্রহণ করবেন। আমাদের দাবি মানা না হলে ভর্তি পরীক্ষা চলাকালীন আবারো আন্দোলনে নামা হবে। '


মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন। উপাচার্যের অনুপস্থিতিতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান তা গ্রহণ করার কথা জানান এবং উপাচার্যের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।


বিবার্তা/আয়েশা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com