ইবির হলে নিম্নমানের খাাবার; আন্দোলনে শিক্ষার্থীরা
প্রকাশ : ১৪ মে ২০২৩, ২৩:০২
ইবির হলে নিম্নমানের খাাবার; আন্দোলনে শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে রবিবার (১৪ মে) বেলা আড়াইটায় হল গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। পরে হল প্রভোস্ট বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংয়ে নিম্নমানের দাগযুক্ত চাউলের ভাত ও নিম্নমানের সবজি পরিবেশন করা হয়। এছাড়া খাবারের মান বৃদ্ধি না করলেও বিভিন্ন সময়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দাম বৃদ্ধি করে ডাইনিং কর্তৃপক্ষ। এনিয়ে ডাইনিং ম্যানেজারকে কয়েক দফায় বলা হলেও কোন সমাধান মেলেনি।


পরে রবিবার খাবারের মান বৃদ্ধির দাবিতে প্রধান ফটকে তালা দেন আবাসিক শিক্ষার্থীরা। এসময় “খাবারের মান বৃদ্ধি করো; করতে হবে, নষ্ট খাবার চলবে না; বন্ধ করো-করতে হবে, ডাইনিং ম্যানেজার পরিবর্ত; করতে হবে-করতে হবে” সহ নানা শ্লোগান দেন শিক্ষার্থীরা।


পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। এসময় তিনি আগামীকাল (সোমবার) এবিষয়ে মিটিং করে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।


এবিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, “ডাইনিংয়ে নিম্নমানের দাগযুক্ত ভাত দেয়া হয়। মাছ ও মাংসের ছোট ছোট পিস কখনো ৩৫ টাকায় আবার কখনো ৪০ টাকায় নেয়া হয়। এছাড়া কোন সবজি না দিয়ে মাছের সাথে শুধু ১ পিস আলু দেয়া হয়। সবসময় লোকসানের অজুহাত দিয়ে তারা এ কাজ করছে।”


হল ডাইনিংয়ের ম্যানেজার মাসুদ আলম বলেন, “বাজারে সবকিছুর দাম বেশী এছাড়া আমাদেরকে যে ভর্তুকি দেয়া হয় তা অপর্যাপ্ত। আমরা অনেকবার প্রভোস্ট কাউন্সিলে দাবি করেছি ভর্তুকি বৃদ্ধির জন্য কিন্তু বৃদ্ধি করা হয়নি। তাই আমাদের ডাইনিয় চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। তার পরেও আমরা চেষ্টা করছি ভালো খাবার দেয়ার জন্য।”


হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি আমি জেনেছি, তাদের সাথে আমার কথা হয়েছে। এছাড়া ডাইনিং ম্যানেজারের সাথেও কথা হয়েছে। আমরা আগামীকাল (সোমবার) উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করবো।”


বিবার্তা/তাজমুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com