উপবৃত্তির অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও নগদের চুক্তি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ১৮:৪৫
উপবৃত্তির অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও নগদের চুক্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত মধ্য মেয়াদে পারফরম্যানন্স মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণের শর্তে ৫ (পাঁচ) বছরের জন্য নগদ-এর মাধ্যমে উপবৃ্ত্তি বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সাথে ডাক অধিদফতর ও নগদ লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়েছে।


বুধবার, ১২ এপ্রিল দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি সম্পাদন হয়। চুক্তিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, ডাক বিভাগের পরিচালক সালেহ আহমেদ, নগদ-এর সিইও মো. শাফায়েত আলম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।


অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, জাতির আগামী দিনের কাণ্ডারী আজকের কোমলমতি শিশুদের উপবৃ্ত্তি প্রেরণ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি নগদের জন্য সম্মান ও গৌরবের। শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে শিশুর কাছে আনন্দময় ও কার্যকর করে তুলতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সব সময় প্রস্তুত।


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, উপবৃত্তি কার্যক্রমে স্বচ্ছতা, স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা আনতে মন্ত্রণালয়ের প্রয়াসের অংশ এটি। তিনি বলেন, উপবৃত্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ হবে, শিক্ষায় শিশুদের আগ্রহ সৃষ্টি হবে, মায়েদের কাছে এ অর্থ পৌঁছানোর মাধ্যমে নারীর ক্ষমতায়নেও এটি ভূমিকা রাখবে।


এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, তানভির আহমেদ মিশুকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com