নোবিপ্রবির আইসিই বিভাগের নবীন বরণ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০০
নোবিপ্রবির আইসিই বিভাগের নবীন বরণ
নোবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ( আইসিই) বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)  বিভাগটির শ্রেণী কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও আইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো.আশিকুর রহমান খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম সহ আইসিই বিভাগের শিক্ষকরা ও নবীন শিক্ষার্থীরা।


অনুষ্ঠানের শুরুতে বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  প্রফেসর ড. মো. দিদার-উল-আলম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা  জানান। তিনি নবীন শিক্ষার্থীদের জীবনের সকল ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার পরমার্শ দেন এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে যথাযথ সমম্বয় রেখে বর্তমান বিশ্বের চাহিদা এবং কর্মক্ষেত্র উপযোগী দক্ষতা-জ্ঞান  অর্জনে গুরত্বারোপ করেন।


বিভাগের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান তাঁর বক্তব্যে  শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি কর্মক্ষেত্রে উপযোগী দক্ষতা অর্জন করে যোগ্য গ্র্যাজুয়েট হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।


বিবার্তা/মো. সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com