ঢাবি’র বঙ্গমাতা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ১৬:৪৫
ঢাবি’র বঙ্গমাতা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসপিয়া সরকার শতাব্দী চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স-আপ হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী পাপিয়া আকতার টুম্পা।


বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৫টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়।


প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি ঘটনায় এই মহিয়সী নারীর অবদান ও ত্যাগ চিরস্মরণীয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে বাংলাদেশ। এই সাফল্যের ধারা আরও এগিয়ে নিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকল ক্ষেত্রে পুরুষের সমান্তরালে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতির উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবং জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সাইদুল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com