ঢাবি ফজলুল হক হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ১৪:৪৯
ঢাবি ফজলুল হক হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া, পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহমেদ রানার আপ হয়েছেন।


১৪ জানুয়ারি, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।


হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় রেখে খেলাধুলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শ্রেণিকক্ষ ও গবেষণাগারে নৈপূণ্য প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠতে হবে।


কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের একাগ্রতা ও সহনশীলতা বৃদ্ধি করে এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।


উল্লেখ্য, ফজলুল হক মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৭টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়।


বিবার্তা/সাইদুল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com