বিশ্ববিদ্যালয়ের প্রথম কমনরুম চালু করল বশেমুরবিপ্রবির বাংলা বিভাগ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮
বিশ্ববিদ্যালয়ের প্রথম কমনরুম চালু করল বশেমুরবিপ্রবির বাংলা বিভাগ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রতিষ্ঠার ১২ বছর পর বিভাগের ছাত্রীদের জন্য কমনরুমের ব্যবস্থা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগ।


৮ জানুয়ারি, রবিবার দুপুর ২টায় কমনরুমের উদ্বোধন করেন বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় বিভাগটির ছাত্রীরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নওরিন তন্বী বলেন, কমনরুম প্রত্যেক বিভাগেই দরকার। কারণ মেয়েদের পিরিয়ড চলাকালীন কিছু সমস্যা থাকে। এছাড়া আমাদের অনেক বান্ধবী ছোট বেবি নিয়ে আসে তাদেরকে অনেক সময় ফিডিং করানোর প্রয়োজন পড়ে। তাই একজন মেয়ে হিসেবে এবং আমার বিভাগের একজন স্টুডেন্ট হিসেবে আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ।


ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়ে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এসেছি। সেখানে প্রত্যেক ফ্যাকাল্টিতে একাধিক কমনরুম ছিল। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কমনরুম বা আলাদা ওয়াশরুমও নেই। এখানে ডে-কেয়ার সিস্টেমও চালু হয়নি। এগুলার জন্য আমি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছি।


তিনি আরও বলেন, চেয়ারম্যান হয়ে চিন্তা করলাম আমি এই কাজ শুরু করি। পরে আমার সহকর্মীদের সহযোগিতায় কমনরুমের কাজটা শুরু করি। নারী শিক্ষার্থী যারা আছেন তাদের ঋতুস্রাব চলাকালীন তাদের নানা সমস্যায় পড়তে হয়। এছাড়া পর্দানশীন কিছু নারী শিক্ষার্থী আছে যারা নামাজ পড়ে তাদের একটু আলাদা জায়গার দরকার হয়। আবার যারা অন্তঃসত্ত্বা আছেন বা সদ্য মা হয়েছেন তাদেরও একটু বিশ্রামের প্রয়োজন হয় মাঝেমধ্যে ব্রেস্ট ফিডিং এর প্রয়োজন হয়। এসব বিষয় বিবেচনা করেই প্লানিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বরাদ্দকৃত রুমের অফিস রুমের অর্ধেকটা আমরা কমনরুম হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।


বিবার্তা/অহনা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com