
পিরোজপুরের কাউখালী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৪২) নামে এক মিশুক চালক নিহত হয়েছেন।
রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু (বেকুটিয়া ব্রিজ) এর উপরে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রফিকুল ইসলাম সরদার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের একুব আলী সরদারের ছেলে। তিনি চিরাপাড়া মিশুক সংগঠনের সেক্রেটারি ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রবিবার সন্ধ্যায় নিজের মিশুক গাড়িতে মেয়ে ও নাতিকে নিয়ে সেতু এলাকায় ঘুরতে যান রফিক। সে সময় সেতুর উপর মিশুকের পাশে দাঁড়িয়ে ছিল রফিক। হঠাৎ একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
২৯ এপ্রিল, সোমবার তার লাশ বরিশাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন শেষে দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রবিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]