শিরোনাম
শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে কুবিতে মানববন্ধন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১৪:৩২
শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে কুবিতে মানববন্ধন
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।


বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত মার্চ হতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় স্নাতক-স্নাতকত্তোরের পরীক্ষাও বন্ধ রয়েছে। শিক্ষাবর্ষের সময়কাল অনুযায়ী আমাদেে পরীক্ষা ও ফলাফল ২০১৯ সালের মধ্যেই শেষ করার কথা ছিল। কিন্তু সেশনজটের অভিশাপ ও করোনা মহামারির কারণে তা এখনো হয়নি। তবে সময় তো বসে নেই, এরমধ্যে চাকরীর পরীক্ষা হচ্ছে সেখানে আমাদের শিক্ষাবর্ষের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশ নিতে পারলেও আমরা পারছি না। তাই আমাদের দাবি অনতিবিলম্বে আমাদের পরীক্ষা নিতে হবে।


মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলে, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সে সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছে না।


একাউন্টিং বিভাগের শিক্ষার্থী বাহার উদ্দিন বলেন, আমাদের বাবা দাদাদের কি টাকার খনি আছে, যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।


মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এসময় মানবন্ধনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রায় সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিশাল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com