
অসহায় শীতার্ত ২০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের "পোগোজ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন"।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পোগোজ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মীজানুর রহমান শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সংগঠনটির আহ্বায়ক ওমর ফারুক খন্দকার বলেন, খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা বিভিন্ন জায়গায় অসহায়ের মতো শীতের কষ্টে দিনযাপন করছে। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায় তারা। শীতে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাবে। তাই আমরা তাদের মাঝে শীতবস্ত্র দেয়ার মাধ্যমে উষ্ণতা দেয়ার চেষ্টা করেছি।
এ সময়, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, পরিচালক আইইআর ড. মনিরা জাহান, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মনির হোসেন এবং পোগোজ স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন সদস্যবৃন্দ।
বিবার্তা/আদনান/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]