
শারিরীক অক্ষমতার কথা বলে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ৫০৫তম সিন্ডিকেটে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হাবিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আলোচনা করতেই জরুরি সভা আহ্বান করা হয়। এরমধ্যেই রেজিস্ট্রার পদত্যাগপত্র জমা দেন। তাই বিষয়টি সিন্ডিকেটে গৃহিত হয়েছে। ১ জানুয়ারি থেকে পদত্যাগের বিষয়টি কার্যকর হবে।
এর আগে বুধবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার অধ্যাপক বারী।
গত ১৩ ডিসেম্বর রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে উপাচার্যকে নির্দেশনা দেয় শিক্ষামন্ত্রণালয়।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]