
‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২০’এ পুরস্কার পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা নাহিদ। ‘পুরুষপাঠ’গল্পগ্রন্থের জন্য নবীন সাহিত্যশ্রেণিতে তিনি এ পুরস্কার পাচ্ছেন।
আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে।
নাহিদা নাহিদ তার এই পুরস্কার প্রাপ্তি সম্পর্কে বলেন, ‘পুরস্কার বিষয়ক অনুভূতি সবসময়ই ইতিবাচক, আনন্দদায়ক। বিশেষত ঢাকার বাইরে থেকে লিখেও যে স্বীকৃতি পাচ্ছি তা অনুপ্রেরণা যোগাবে। আমি চেষ্টা করবো সাহিত্যের প্রতি আরো দায়বদ্ধ হতে।’
উত্তরীয়, ক্রেস্ট, সার্টিফিকেট ছাড়াও পুরস্কারের অর্থমূল্য হিসেবে তিনি পাবেন এক লাখ টাকা। কুবি শিক্ষক নাহিদা নাহিদ ছাড়াও সামগ্রিক সাহিত্যে অবদান রাখার জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২০’ পাচ্ছেন প্রবীণ কথাশিল্পী হাসনাত আবদুল হাই।
উল্লেখ, ‘যূথচারী আঁধারের গল্প’গ্রন্থের জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮’ পুরস্কার প্রাপ্ত হন তিনি। এছাড়াও তার প্রকাশিত গল্পগ্রন্থসমূহ হল ‘নারকেল পাতার চশমা’, ‘অলকার ফুল’, ‘যূথচারী আঁধারের গল্প’এবং ‘পুরুষপাঠ’।
বিবার্তা/বিশাল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]