শিরোনাম
কুবিতে অনলাইনে হবে ভর্তি পরীক্ষা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ১৬:১৫
কুবিতে অনলাইনে হবে ভর্তি পরীক্ষা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষা অনলাইনেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।


উপাচার্য এমরান কবির বলেন, অনলাইনে পরীক্ষা নিতে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের তৈরি সফটওয়্যার ব্যবহারের বিষয়ে আলোচনাও চলছে।


এমরান কবির আরো বলেন, পিএসসিতে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি বর্তমান করোনা পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নিতে হলে বিভাগীয় শহর, সমস্ত ডিসিদের ইনভলভ করতে হবে। প্রশ্নপত্র পৌঁছানোসহ আরও অনেককিছু আছে যা সরকার ইনভলভ না হলে সহজ নয়। আর সরকার চাইছে অনলাইনে পরীক্ষা হোক।


অনলাইন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় যে সফটওয়্যার বানিয়েছে তা মোবাইলেও ব্যববহার করা যায়। আমরা ভর্তি পরীক্ষার আগে এটা তিনমাস ধরে টেস্ট করবো। এটা যদি দেখি রিলায়েবল, তারপর এডমিশন টেস্ট।


ভাইস চ্যান্সেলর কোরামে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এটাই আপাদত চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ইউজিসির সাথে মিটিং হয়ে শিঘ্রই সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


বিবার্তা/বিশাল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com