শিরোনাম
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশে নিন্দা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ২১:৫৮
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশে নিন্দা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।


জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে এই চার শিক্ষক খুলনা বিশ্ববিদ্যলয়ের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের মৌলিক কিছু দাবির পক্ষে সমর্থন জানিয়েছিলেন। তৎকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ছিলো- আবাসন সংকটের সমাধান, বেতন-ফি কমানো, চিকিৎসা ও স্বাস্থ্যের উৎকর্ষ সাধন, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ, সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণ এবং অবহিতকরণ।শিক্ষার্থীদের ওই আন্দোলনে এই চারজন শিক্ষক ছাড়া আরো অনেক শিক্ষক সমর্থন জানালেও সুনির্দিষ্টভাবে এই চারজনকে কারণ দর্শাতে বলা হয়েছে।


এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তাদের বিবৃতিতে বলেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের এই আচরণ অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ, ন্যাক্কারজক এবং হীন উদ্দেশ্যপ্রণোদিত।


বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান প্রশাসন মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও অন্যায়ের প্রতিবাদে প্রতিবাদী কন্ঠস্বরের কন্ঠরোধ এবং সুনির্দিষ্টভাবে নিজেদের কোন দুর্নীতি গোপনের প্রেক্ষিতে এরকম বিতর্কিত ভূমিকা নিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার ও উক্ত শিক্ষকদের আর কোন হেনস্থা না করার আহ্বান জানাই।


বিবৃতি দাতারা হলেন- স্বাধীন সেন, অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জাকিয়া সুলতানা মুক্তা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আরিফুজ্জামান রাজিব, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনু মুহাম্মদ, অধ্যাপক, অথনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাসির আহমেদ, অধ্যাপক, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরাফাত রহমান, প্রভাষক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক ইংরেজি বিভাগ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৌভিক রেজা, অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জোবাইদা নাসরীন, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মানস চৌধুরী, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


সাঈদ ফেরদোস, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কামাল চেীধুরী, সহযোগী অধ্যাপক, ক্লিনিকাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজী ফরিদ, সহযোগী অধ্যাপক, গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মির্জা মোঃ আদ্বিত রহমান, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ফাহমিদুল হক, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোঃ কামরুল হাসান, অধ্যাপক, পদাথ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্পিতা শামস মিজান, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মনিরা শরমিন, সিনিয়র লেকচারার, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশ, সায়েমা খাতুন, সহযোগী অধ্যাপক, নৃ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


সায়েমা আলম, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কাজলী শেহরীন ইসলাম, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ওসাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তানিয়া মাহমুদা তিন্নি, প্রভাষক, সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাহমুদুল এইচ সুমন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ,জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়, রেজওয়ানা করিম স্নিগ্ধা, সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অভিনুকিবরিয়া ইসলাম, সহকারী অধ্যাপক, অণুজীব বিজ্ঞান বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হিয়া ইসলাম, প্রভাষক, মিডিয়া স্টাডিজ এবং সাংবাদিকতা বিভাগ, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ, মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কাবেরী গায়েন, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মজিবুর রহমান, সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজী রবিউল আলম, সহযোগী অধ্যাপক, নৃ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রায়হান রাইন, অধ্যাপক, দশন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


কাজী মামুন হায়দার, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আসিফ এম শাহান, সহযোগী অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দীনা এম সিদ্দিকী, সহযোগী অধ্যাপক, গ্লোবাল লিবারেলস্টাডিজ, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, হি্মেল বরকত, অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


রুশাদ ফরিদী, সহকারী অধ্যাপক, অথনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপন আদনান, অধ্যাপক, ঊন্নয়ন অধ্যয়ন বিভাগ, সোয়াস, লন্ডন বিশ্ববিদ্যালয়,শামস আরা খান, সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দীপ্তি দত্ত, প্রভাষক, প্রাচ্যকলা বিভাগ, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, তাসনীম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাসুদ ইমরান মান্নু,অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ তানজীম উদ্দিন খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইনুন নাহার, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


গীতিআরা নাসরীন, অধ্যাপক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মারজিয়া রহমান, প্রভাষক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আল মামুন, সহযোগী অধ্যাপক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এফ এইচ ইয়াসিন শফি, প্রভাষক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সুকান্ত বিশ্বাস, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফাতেমা সুলতানা শুভ্রা, সহকারী অধ্যাপক, নৃ বিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মোহাম্মাদ নুরুজ্জামা্ন, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ,খুলনা বিশ্ববিদ্যালয়।


সাদিয়া আফরিন, প্রভাষক, ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুস্মিতা চক্রবর্ত্তী, অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাভেদ কায়সার, সহকারী অধ্যাপক, নৃ বিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাজ্জাদ হোসেন জাহিদ, সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বখতিয়ার আহমেদ, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।


নাসরীন খন্দকার, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সুবর্না মজুমদার, সহকারী অধ্যাপক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সৌম্য সরকার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।


বিবার্তা/আবদাল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com