শিরোনাম
কুবি শিক্ষার্থী তানিনকে বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:১২
কুবি শিক্ষার্থী তানিনকে বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তানিন মেহেদী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্ট এর ছাত্র। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। এক সপ্তাহের মাঝে নিতে হবে ভারতে, দরকার প্রায় দশ লাখ টাকারও বেশি।


তবে এবারই প্রথম নয়, ২০১৬ সালে প্রথম তানিনের হাঁটুতে টিউমার ধরা পড়ে। অপারেশনও করায়। কিন্তু ২০১৮ তে সে টিউমার আবার ফিরে আসে। তখনই তার ক্যান্সার ধরা পরে।


এ অবস্থায় তার শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের নানা প্রান্ত থেকে অর্থ সংগ্রহ করে তাকে চিকিৎসা করানো হয় ভারতে, মুম্বাইয়ের টাটা হাসপাতালে৷ সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওথেরাপিসহ প্রায় তিন মাস ভারতে চিকিৎসা নিয়ে মেহেদী আবার সুস্থ হয়ে ফিরে।


তবে এবার সংক্রমন হাঁটু থেকে আক্রমণ করেছে সরাসরি ফুসফুসে। ঢাকার ডেল্টা হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছে সে কিন্তু তা যথেষ্ট না। ভারতে নিয়ে যেতে হবে খুব দ্রুত। প্রায় ১০ লাখ এর অধিক টাকার দরকার। হাতে সময় টাকা কোনোটাই নেই। আটকে আছে পুরো চিকিৎসা।


একটা জীবন আপনাদের হাতে। ছেলেটিকে বাঁচাতে সবার সাহায্য খুব প্রয়োজন। আপনার নিত্যদিনের খরচ, কফি খাওয়ার টাকা কিংবা আনন্দ উল্লাসের অর্থ একবারের জন্য একটি তরুণ জীবন বাঁচাতে উৎসর্গ করুন।


মেহেদীকে অর্থ সহায়তা পাঠানোর ঠিকানাঃ বিকাশ- 01674241004 অথবা 01765566616, নগদ- 01765566616, রকেট- 01765566612 ব্যাংক একাউন্ট নম্বর- ২৭৩১০৫০৯০৩ ডাচ বাংলা ব্যাংক, ময়নামতি শাখা, কুমিল্লা। তানিনের জন্য সাহায্যের ইভেন্ট লিংক:


https://facebook.com/events/s/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%95-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%9A%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%AC/3065579416884844/?ti=as


বিবার্তা/বিশাল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com