শিরোনাম
বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ঢাবি’র নব-নিযুক্ত উপ উপাচার্যের শ্রদ্ধা জ্ঞাপন
প্রকাশ : ২৭ জুন ২০২০, ১৮:৪০
বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ঢাবি’র নব-নিযুক্ত উপ উপাচার্যের শ্রদ্ধা জ্ঞাপন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শনিবার (২৭ জুন) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান, নীল দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও মো. আবদুর রহিম, নীল দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন মুহম্মদ আহসান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ এবং ড. মো. রেজাউল কবির।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com