শিরোনাম
বৈশাখ উদযাপনের খরচ করোনায় ব্যয় করবে জবি প্রশাসন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১৭:২৮
বৈশাখ উদযাপনের খরচ করোনায় ব্যয় করবে জবি প্রশাসন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পহেলা বৈশাখ উদযাপনের খরচ করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য ব্যয় করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মুঠোফন আলাপে প্রতিবেদককে এ তথ্য জানান।


উপাচার্য বলেন, এবার বর্ষবরণের কর্মসূচি বাতিল করা হয়েছে। এতে যে টাকাটা সাশ্রয় হচ্ছে, করোনায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের সদস্যদের জন্য ব্যবহার করা হবে। এরমধ্যেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ২৫০ জন মজুরিভিত্তিক কর্মচারীদের বেতন দিতে হচ্ছে। আমরা মার্চের বেতন দিয়েছি, এপ্রিলের দিবো। করোনায় কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যা থাকলে চিকিৎসা ব্যয় দেয়া হবে।


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com