শিরোনাম
অনলাইনে ক্লাস করল জবির সাংবাদিকতা বিভাগ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৬:১৫
অনলাইনে ক্লাস করল জবির সাংবাদিকতা বিভাগ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ফেসবুক লাইভের মাধ্যমে অনলাইনে ক্লাস করেছে।


বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অর্থনৈতিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানসমূহ কোর্সের একটি টপিকস নিয়ে এই ক্লাস অনুষ্ঠিত হয়।


অনলাইনে ক্লাসের বিষয়ে কেয়া সরকার নামের এক শিক্ষার্থী বলেন, 'কোয়ারেন্টাইনে থেকে আমরা লেখাপড়া থেকে যেন একদম বিচ্ছিন্ন না হয়ে যাই সেজন্য ভালো উদ্যোগ এটা। আবার লেখাপড়ার পাশাপাশি আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে পারি এতে যেমন আমাদের একঘেয়েমিতা কাটে অন্যদিকে জ্ঞানও বাড়ে।'


আরেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, 'এই প্রথম অনলাইনে ক্লাস করলাম। এটা নতুন অভিজ্ঞতা হলো। সব মিলিয়ে ভাল লেগেছে। আশা করি সামনেও অনলাইনের মাধ্যমে ক্লাসে নতুনত্ব আসবে। আর আমরা বাসায় বসে জ্ঞান অর্জন করতে পারব।'


এদিকে অনলাইনে ক্লাস নেয়া সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. রুমান শিকদার বলেন, 'করোনা পরিস্থিতির জন্য আমরা শ্রেণিকক্ষের বাইরে বেশ কয়েকদিন হয়েছে। শারীরিক উপস্থিতির মাধ্যমে এখন যেহেতু ক্লাস কার্যক্রম পরিচালনা সম্ভব নয় তাই অনলাইন লাইভে ক্লাস নেয়ার চেষ্টা করেছি। তবে ইন্টারনেট সমস্যার কারণে সকল শিক্ষার্থীরা লাইভে যুক্ত হতে পারেননি।'


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com