শিরোনাম
শিক্ষক নিয়োগে অনিয়ম: ঢাবির সেই নিয়োগ স্থগিত
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৯
শিক্ষক নিয়োগে অনিয়ম: ঢাবির সেই নিয়োগ স্থগিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সর্বোচ্চ সিজিপিএধারী ও পিএইচডি ডিগ্রিধারীকে বাদ দিয়ে অনিয়ম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অণুজীববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে তিনজনকে নিয়োগ দিতে সিলেকশন বোর্ডের করা সুপারিশ গ্রহণ করা হয়নি। একইসাথে নিয়োগটি স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সভায় সভাপতিত্ব করেন। সভায় সিলেকশন বোর্ডের করা সুপারিশ রিভিউ করে সিন্ডিকেটের পরের সভায় তা পর্যবেক্ষণসহ উপস্থাপন করতে বলা হয়েছে।


সভার নির্ভরযোগ্য একটি সূত্র বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।


সূত্র জানায়, এ নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় সুপারিশটি গ্রহণ না করে রিভিউ করতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।


প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ নিয়োগে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম হওয়া একজন এবং পিএইচডি ডিগ্রিধারী পাঁচ প্রার্থীকে বাদ দিয়ে অণুজীববিজ্ঞান বিভাগের ফলাফলে চতুর্থ ও দশম অবস্থানে থাকা দুজনকে নিয়োগ দেয়ার সুপারিশ করেছে সিলেকশন বোর্ড। এ ঘটনায় সমালোচনা হওয়ার প্রেক্ষিতে নিয়োগটি স্থগিত করে রিভিউ করতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় সিণ্ডিকেট।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com