শিরোনাম
ইবিতে বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলার উদ্বোধন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭
ইবিতে বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলার উদ্বোধন
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিন ব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আম্রকাননে এ মেলার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।


এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সকাল ৯ টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মেলার উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ভিসি।


এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় ভিসি ড. রাশিদ আসকারী বলেন, বই মানুষের পরম বন্ধু। আমরা শুধু বই মেলার আয়োজন করতে পারতাম। কিন্তু বই মেলার সাথে প্রযুক্তি মেলাও যোগ করেছি এজন্য যে, প্রযুক্তির এ উৎকর্ষতার যুগে বই হাতে না থাকলেও আমরা প্রযুক্তির মাধ্যমে বইয়ের সন্ধান খুঁজে পাবো।


সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে এ বই মেলা। তবে প্রথমবারের মত বই মেলার সাথে প্রযুক্তি উদ্ভাবনী মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বিভাগ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে ৪৭ টি স্টল রয়েছে এ মেলায়।


উল্লেখ্য, মেলার তিন দিনই বাংলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে কর্তৃপক্ষ।


বিবার্তা/জায়িম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com