শিরোনাম
এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৬:৪৩
এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনির্ধারিত সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) এ সূচি প্রকাশ করা হয়।


সংশোধিত সূচি অনুসারে ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।


নির্ধারিত ৩০ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ পেছানোয় এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন পুনঃনির্ধারিত করতে হয়েছে।


নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিলেন। এ পরিস্থিতিতে শনিবার জরুরি বৈঠকে বসে ভোটের তারিখ পরিবর্তন করে নির্বাচন কমিশন।


পরে রাতে জরুরি বৈঠক শেষে সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানান, `সরস্বতী পূজার দিন অর্থাৎ ৩০ জানুয়ারি পূর্বনির্ধারিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানো হয়েছে। যদিও ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। আমরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে কথা বলেছি। তিনি ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন।


নতুন রুটিন দেখতে এখানে ক্লিক করুন-


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com