শিরোনাম
জবিতে ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ২০:৪৩
জবিতে ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ধর্ষণের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ জানুয়ারি) জবি’র ভাস্কর্য চত্বর ও কলা ভবনের সামনে সম্মিলিত কন্ঠে ফেমিনিস্ট এনথেম আবৃত্তি করে তারা।


তাদের দাবি, ধর্ষণের জন্য কোনো ভাবেই নারী দায়ী নয়, দায়ী পুরুষতান্ত্রিক সমাজের নিকৃষ্ট মানসিকতা।


জবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা বলেন, ‘চিলিতে প্রথম ধর্ষণের বিরুদ্ধে ফেমিনিস্ট এনথেম প্রদর্শিত হয়। পরবর্তীতে সারা বিশ্বেই এটি প্রদর্শিত হচ্ছে, এরই ধারাবাহিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা এটি প্রদর্শন করলাম। আসলে ধর্ষণের জন্য যে নারীরা নয়, ধর্ষক মানসিকতা দায়ী এটা জানান দিতেই আমাদের এই আয়োজন।


চারুকলার ১৪ ব্যাচের শিক্ষার্থী অরূপ রতন বলেন, ধর্ষণসহ যেকোনো নিপীড়নের কারণগুলোর মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় প্রধান। এটি ধীরে ধীরে একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নিপীড়নের ঘটনাগুলোর প্রতিবাদ এবং সামাজিক সচেতনতা তৈরির জন্যই আমাদের এই আয়োজন।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com