লিবিয়া থেকে ইউরোপে মানবপাচার, চক্রের হোতাসহ গ্রেফতার ২
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ২২:২৫
লিবিয়া থেকে ইউরোপে মানবপাচার, চক্রের হোতাসহ গ্রেফতার ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপে নৌকায় পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ডুবে ৯ জন নিহত হন। তাদের মধ্যে ৮ জনই বাংলাদেশি। এঘটনায় নিহত একজনের বাবা বাদী সুনিল বৈরাগী বিমানবন্দর থানায় হত্যা মামলা করলে চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১ ও র‌্যাব ৮ সদস্যরা।


গ্রেফতাররা হলেন- যুবরাজ কাজী (২৪) ও কামাল (৩৮)। এ সময় তাদের কাছ থেকে একটি ভিসা কার্ড এবং নগদ ৭ হাজার ১৬৪ টাকা উদ্ধার করা হয়।


২২ এপ্রিল, সোমবার বিকেলে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এসব তথ্য জানান।


মো. মাহফুজুর রহমান জানান, প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থানের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটকে পুঁজি করে এক শ্রেণির স্বার্থান্বেষী সংঘবদ্ধ চক্র বিদেশে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে নিরীহ সাধারণ মানুষদের প্রতারিত করছে। ইতালিতে মানবপাচারের ঘটনায় মামলার বাদী সুনিল বৈরাগীর ছেলে ভুক্তভোগী সজল বৈরাগীকে বিদেশে যাওয়ার জন্য পূর্ব পরিচিত আসামি যুবরাজ কাজী প্রস্তাব দেয়। যুবরাজ কাজীর বাবা মো. মোশারফ কাজীর মাধ্যমে বৈধপথে ইতালি পাঠানোর ব্যবস্থা করবে বিনিময়ে ১৪ লাখ টাকা দিতে হবে। মোশারফ কাজী বর্তমানের লিবিয়া অবস্থানরত। এই প্রস্তাবে ভুক্তভোগী সজল বৈরাগী রাজি হয়ে গত বছরের ১৭ নভেম্বর গোপালগঞ্জস্থ নিজ বাসায় যুবরাজ কাজীর হাতে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও পাসপোর্ট প্রদান করে।


পাসপোর্ট ও টাকা দেওয়ার কিছুদিন পর যুবরাজ কাজী ভুক্তভোগীদের সমস্ত কাগজপত্র তৈরি বলে এবং ভুক্তভোগীদের বাকি টাকা রেডি করতে বলে। এরপর যুবরাজ কাজী গত বছরের ৩০ ডিসেম্বর ইতালি যাওয়ার কথা বলে ভুক্তভোগী সজল বৈরাগীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে। বিমানবন্দরের মেইন গেটে ঢোকার পূর্বেই গাড়ি থেকে নামার আগে ভুক্তভোগী সজল বৈরাগীর কাছ থেকে ৫ লাখ টাকা নেয় এবং বিমানবন্দরে রাত অবস্থান করে ৩১ ডিসেম্বর ভোর ৬টার দিকে আকাশ পথে ইতালির উদ্দেশ্যে দুবাই রওনা করে।


পরে চলতি বছরের ৮ জানুয়ারি যুবরাজ কাজীর গোপালগঞ্জের নিজ বাসায় তার হাতে আরও নগদ সাড়ে ৬ লাখ টাকা গ্রহণ করে।


এএসপি মাহফুজুর রহমান আরও বলেন, পরে বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ভুক্তভোগীদের পরিবার জানতে পারে, ১৪ ফেব্রুয়ারি ভোরে ভূমধ্যসাগরে ইতালির উদ্দেশ্যে গমনকারী একটি ডিঙ্গি নৌকা তিউনিসিয়া উপকূলে ডুবে যায় এবং অনেক প্রাণহানি ঘটে। তার মধ্যে সজল বৈরাগীসহ বাংলাদেশি ৮ জন নাগরিকের মৃত্যু হয়। পরে মৃত সজলের বাবা বাদী হয়ে ডিএমপি বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজুর পর র‌্যাব-১ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। এর ফলে র‌্যাব-১ আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


এরই ধারাবাহিকতায় ২১ এপ্রিল রাতে র‌্যাব-১ ও র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন রাঘদী ইউনিয়ন এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় যুবরাজ কাজী ও কামালকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com