সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে দুদকের অভিযান
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ২০:৩৯
সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার জামতলী-বামিহাল সড়কে নিম্নমানের ইটের খোয়া ও অন্যান্য সামগ্রী ব্যবহারের অভিযোগে জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রবিবার (২২ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, উপজেলার জামতলী-বামিহাল সড়কে ৭ কিলোমিটার রাস্তার সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কসংস্কারে নিম্নমানের ইটের খোয়া ও অন্যান্য সামগ্রী ব্যবহারের অনিয়মের অভিযোগে জেলা কার্যালয় হতে দুদকের একটি টিম অভিযান পরিচালনা করে। এনফোর্সমেন্ট টিমটি সড়ক ও জনপদ বিভাগ নাটোর হতে নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা প্রকল্প হতে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।


ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রকৌশলী ঠিকাদারকে নিম্নমানের খোয়া প্রসারণ-পূর্বক কাজ সম্পাদনের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান আরিফ সাদিক।


বিবার্তা/সানজিদা/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com