নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে দুদকের অভিযান
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২১:৫৬
নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টারের বিরুদ্ধে ট্রেনের টিকিট বিক্রয়ের নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে দুদকের সম্বনিত কার্যালয় জামালপুরের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।


দুদকের উপপরিচালক ( জনসংযোগ) আরিফ সাদিক বিবার্তাকে এ অভিযান পরিচালনার বিষয়ে অবিহিত করেন।


অভিযানকালে উক্ত টিম স্টেশন মাস্টারের কক্ষ থেকে কেটে রাখা অগ্রিম ১১টি টিকিট উদ্ধার করে যা বিভিন্ন দলীয় নেতা ও সরকারী কর্মচারীর চাহিদার প্রেক্ষিতে কেটে রাখা হয়েছে মর্মে টিম এর কাছে প্রতীয়মান হয়।


স্টেশনের যাত্রীদের সাথে কথা বললে তারা ২-১ জন টিকিট কালোবাজারির নাম বলেন। তাদের মধ্যে একজনকে পাওয়া গেলেও তার নিকট কোনো টিকিট পাওয়া যায়নি।


বিবার্তা/সানজিদা/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com