
রাজধানীর বিমানবন্দর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সিমেন্ট বোঝাই ভ্যানে ধাক্কা দেয়ার পর ট্রেনটি বগি লাইনচ্যুত হয়। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩২ মিনিটে বিমানবন্দর স্টেশন সংলগ্ন ১৩ এপিবিএন এর বিপরীত পাশে ৪ নং লাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উত্তরা ৪ নং সেক্টরের ১০ নং রোডের মাথায় জামতলা রেলগেইট ক্রসিংয়ে একটি সিমেন্ট বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন থেকে পিছনের ৪ নং বগি লাইনচ্যূত হয়।
তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেরামতের কাজ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]