শিরোনাম
গুলিস্তানে দুর্ঘটনা : গ্রেফতার পুলিশ কর্মকর্তার ২ দিনের রিমান্ড
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ১৭:২৮
গুলিস্তানে দুর্ঘটনা : গ্রেফতার পুলিশ কর্মকর্তার ২ দিনের রিমান্ড
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনাকবলিত বাস সরাতে গিয়ে দুজনের মৃত্যুর ঘটনায় ডিএমপির পল্টন থানার দায়ের করা মামলায় এএসআই এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে। আদালত ওই এএসআইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


সালাহ উদ্দিন মিয়া বলেন, আজ সকালে নিহত তুষারের বাবা বাদী হয়ে মামলা করেছেন। সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় পল্টন থানায় মামলাটি রুজু হয়েছে। পরে ওই মামলায় এমদাদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।


আদালত ওই এএসআইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও নিশ্চিত করেন তিনি।


এর আগে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com