শিরোনাম
শিশু হৃদরোগীদের জন্য ‘আরিজ ফাউন্ডেশন’র উপহার
প্রকাশ : ১৫ জুন ২০২১, ২২:২২
শিশু হৃদরোগীদের জন্য ‘আরিজ ফাউন্ডেশন’র উপহার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিশু হৃদরোগীদের পরিবারকে স্বচ্ছল করতে ‘আরিজ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে।উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন, খাদ্য সামগ্রী, শিক্ষা ও কোভিড উপকরণ ।


মঙ্গলবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতলে ১৫জন শিশু হৃদরোগীদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।চায়নার ফুয়াই হসপিটাল, ওয়াইডিএইচআর, ইয়ুন্নান এইড ও আরিজ ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।



ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে প্রধান নিবার্হী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশিদ, পেডিয়েট্রিক কার্ডিয়াক সার্জন ডা. রোকোনুজ্জামান সেলিম, আরিজ ফাউন্ডেশনের প্রধান ডা.সাকলায়েন রাসেল শিশু হৃদরোগীর পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।


উল্লেখ্য, ইব্রাহিম কার্ডিয়াকের নিজস্ব উপায়ে এসব শিশুর হার্ট অপারেশনও ইতোপূর্বে প্রায় বিনামূল্যে করা হয়েছে।


বিবার্তা/বিপ্লব/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com