শিরোনাম
বরিশাল বিভাগে আরো ১৬ জনের মৃত্যু
প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১২:৪৮
বরিশাল বিভাগে আরো ১৬ জনের মৃত্যু
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৪০ শতাংশ। করোনা ও উপসর্গে নিয়ে এদের মৃত্যু হয়।শুক্রবার (৩০ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত চারজন এবং অন্য আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৩২৩ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ছিলেন ১৪৩ জন।


তিনি বলেন, মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।


স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় এক হাজার ৮৭৩ টি নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।


বিভাগটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এ জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ৯৪ শতাংশ। বরিশালে ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর পর ভোলা জেলায় শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ। এ জেলায় ৩৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঝালকাঠী জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৮৯ শতাংশ।


পটুয়াখালী জেলায় ৩১০ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের করো শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৬৮ শতাংশ। বরগুনা জেলায় ২২৪ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের করো শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ৬১ শতাংশ। পিরোজপুর জেলায় ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৮১ শতাংশ।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com