
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি। কোথাও মুষলধারে, কোথাও আবার টিপটিপ করে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাজার, রাস্তাঘাট ও জনপদে হাঁটুসমান পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (১ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লছমানপুর (নতুন গ্রাম) এলাকায় পাগলা নদীর পাশের সড়কে নির্মিত একটি কালভার্ট প্রবল স্রোতের চাপে পাড় ভেঙে ধসে পড়ে। এতে স্থানীয় কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ায় ওই এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী রবিবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]