
নওগাঁর রাণীনগরে সিধ কেটে কৃষকের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে উপজেলার বনমালিকুড়ি গ্রামের শুকবর আলী ফকিরের ছেলে আবুল কালাম আজাদের গোয়াল গর থেকে গরুগুলো চুরি হয়ে যায়।
এঘটনায় মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গরুর মালিক কৃষক আবুল কালাম আজাদ জানান,সোমবার সন্ধায় বাড়ী মধ্যে গোয়াল ঘরে তিনটি গরু রেখে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরেন। গভীর রাতে চোরেরা বাড়ী প্রাচীরের সিধ কেটে বাড়ী মধ্যে ঢুকে মেইন গেট খুলে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পান গরু গুলো চোরেরা চুরি করে নিয়ে গেছে। তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে জানিয়েছেন তিনি। এঘটনায় মঙ্গলবার থানায় নএকটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]