
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে শনিবারের (২৫ অক্টোবর) সাপ্তাহিক বন্ধের দিনেও ক্লাস নিয়েছেন বগুড়ার নন্দীগ্রামের এমপিওভুক্ত শিক্ষকরা। সম্প্রতি শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনের কারণে টানা আট দিন ধরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।এতে শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা বিঘ্ন ঘটে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবানে, এই ক্ষতি পুষিয়ে দিতে ও সরকারের ইতিবাচক মনোভাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শনিবার সারাদেশের ন্যায় নন্দীগ্রামের শিক্ষকরাও শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন।
এর আগে গত ২১ অক্টোবর জোটের পক্ষ থেকে শনিবার ক্লাস নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলার ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, এটা আমাদের প্রতিশ্রুতি ছিল। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে শনিবার ক্লাস নিচ্ছি। তবে শিক্ষকদের উপস্থিতি শতভাগ হলেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাদাত জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সিদ্ধান্ত অনুযায়ী নন্দীগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ক্লাস পরিচালনা করা হচ্ছে। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত এই উদ্যোগ চলবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এটা সরকারি সিদ্ধান্ত নয়।সম্মানিত শিক্ষকরা নিজেদের দায়িত্ববোধ ও কৃতজ্ঞতা থেকে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আন্তরিকতার সঙ্গে বন্ধের দিনেও ক্লাস নিচ্ছেন। এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]