চরবাগডাংগা সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২১:২৭
চরবাগডাংগা সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাংগা সীমান্তে অভিযান চালিয়ে ৭টি ভারতীয় মহিষ আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বিজিবির দাবি, এসব মহিষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল।


বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টা ১৫ মিনিটের সময় বিশেষ তথ্যের ভিত্তিতে চরবাগডাংগা বিওপির একটি টহলদল সদর উপজেলার শাহজানপুর ইউনিয়নের রাণীনগর এলাকায় (সীমান্ত হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে ৩টি—মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।


জব্দকৃত মহিষগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে গবাদিপশু, স্বর্ণ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।


বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com