
বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"হাত ধোঁয়ার নায়ক হন" শ্লোগানকে সামনে রেখে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে হাত ধোঁয়ার প্রদর্শনীতে অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা। এরপর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসাদুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ও সাংবাদিক আলী আক্কাছ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]