
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরেককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় বগুড়া শহরের জেলা পরিষদ অডিটরিয়াম এলাকায় এ ককটেল নিক্ষেপ করা হয়।
স্থানীয়রা ও এনসিপি নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির একটি অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহর শহরের জেলা পরিষদ এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা দুটি ককটেল নিক্ষেপ করে যার মধ্যে একটি বিস্ফোরিত হয়।
পরে সারজিস আলম ও তার সঙ্গীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে তাকে জেলা পরিষদ ভবনে রাখা হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারো বক্তব্য পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]