পাবনা-ঢাকা ট্রেন চলাচলে শঙ্কা ও ষড়যন্ত্র দেখছে ‘শেকড়’
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৫:১৩
পাবনা-ঢাকা ট্রেন চলাচলে শঙ্কা ও ষড়যন্ত্র দেখছে ‘শেকড়’
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‎পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ঢাকা-পাবনা ট্রেন চলাচলে তালবাহানা ও পিছিয়ে দেওয়ার শঙ্কা ও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে দাবি করেছেন শেকড় পাবনা ফাউন্ডেশন। প্রয়োজনে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও পাবনার আব্দুল হামিদ রোডসহ ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।


শ‎নিবার (১৮ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবে শেকড় পাবনা ফাউন্ডেশন আয়োজিত ১৬ দফা দাবির মধ্যে ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা।


‎‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে যদি টালবাহানা করা হয় বা পিছিয়ে দেওয়া হয়। এর পরিণতি খুব একটা ভালো হবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে। অন্তত একটা ট্রেন দিয়ে পাবনাবাসীর স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করুন।


‎ট্রেন সার্ভিস চালুর বিষয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে আগে খয়েরচরে ফেরিঘাট স্থানান্তরে জন্য প্রকল্প এলাকা পরিদর্শনে জেলার সকল রাজনৈতিক নেতারা একসঙ্গে হয়েছিলেন। প্রকল্প পরিদর্শনের নামে গভীর রাতে প্রকল্প পরিদর্শন করা কোন অন্য ঘটনা থাকতে পারে। সেখানে রেল সচিবের বক্তব্যে অস্পষ্টতা তৈরি করেছেন। সুস্পষ্ট ঘোষণা দিতে পারেনি। কোন কোন প্রভাবশালী রাজনৈতিক মহল উপরে উপরে চালুর কথা বললেও ভিতরে ভিতরে নিরুৎসাহিত করছে। কোন কোন প্রভাবশালী বলতেছে যে নির্বাচনের পর যেন ট্রেন উদ্বোধন করা হোক। আসলে এটাতো জনগণের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে।


‎তিনি আরও বলেন, সেদিন খয়েরচরে আলোচনা সভায় রাজনৈতিক নেতারা পাবনা টার্মিনাল থেকে ফোরলেন সড়ক বাস্তবায়নের কথাও বলেননি। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পর জন্য হলেও ঈশ্বরদীতে বিমানবন্দর চালুর বিষয়েও কেউ বলেনি। পরিবহন সেক্টরের কোন ষড়যন্ত্র থাকতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে।


‎ এ সময় পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, পাবনা থেকে ঢাকায় ট্রেন সার্ভিস চালু নিয়ে বহু নাটক মঞ্চস্থ করা হচ্ছে। ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের পাবনার উন্নয়নের দাবিগুলো বাস্তবায়ন করতে যেন কোনোভাবে কালক্ষেপণ করা না হয়। আমরা এখন চাঁদ দেখতে শিখেছি। আপনারা আর চাঁদ দেখা শিখায়েন না। আমরা পাবনাবাসী সোচ্চার হয়েছি।


‎এসময় আরও উপস্থিত ছিলেন, শেকড় পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মাসুদ খান, নির্বাহী সদস্য কামরুজ্জামান সোহেল, ইরফান কাদের চৌধুরী, তাজুল ইসলাম, ড. ওমর ফারুক প্রমুখ।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com