
নানা আয়োজনে পালিত হলো পাবনা জেলার ১৯৭তম জন্মদিন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রতি বছরের ন্যায় এবারো পাবনা জেলার জন্মদিন পালন করা হয়।
পাভেল মৃধার সঞ্চালনায় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পাবনা জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, প্রেসক্লাবের সদস্য বিএনপি নেতা আব্দুল মান্নান মাস্টার, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান সহ জেলার সকল সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন পাবনার জেলা একটি অতি প্রাচীন এবং ঐতিহ্যের ধারক বাহক এই জেলায় উল্লেখযোগ্য তেমন কোন উন্নয়ন সাধিত হয়নি অনেক আগে থেকেই আমাদের চিন্তা করা উচিত ছিল এই জেলাটাকে এটা সৌন্দর্য জেলা হিসেবে রূপান্তর করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি অলরেডি কোটি টাকার প্রকল্প কাজ চলমান এবং এরপরে পাবনার রাস্তাঘাট অত্যন্ত জরাকীর্ণ। আমার অতি দ্রুত এইসব সংস্কারে করে উন্নত পাবনা হিসেবে গড়ে তুলবো ।
বিবার্তা/পলাশ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]