
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে জুবেরি ভবন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভোটার উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে। অনেকেই দূর থেকে এসে ভোট দেবেন। আমি আশাবাদী যে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে। এর বেশিও হতে পারে।
ড. নকীব আরও বলেন, আমি ইতোমধ্যে অনেকগুলো ভোটকেন্দ্র ঘুরে দেখলাম। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। আমি এক কথায় বলব ভোটের সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]