
চুয়াডাঙ্গায় দোকানের ভেতর থেকে রফিকুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রফিকুল পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজ সংলগ্ন একটি দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রফিকুল পৌর এলাকার সিএন্ডবি পাড়ায় ওহাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিকুলের ছোট ভাইয়ের দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। দুপুর ১২টার দিকে রফিকুলের স্ত্রী পাখি স্বামীর খোঁজ নিতে দোকানে যান। তিনি স্থানীয় এক কিশোরকে ভেতরে দেখতে পাঠালে কিশোরটি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পুলিশে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, ‘রফিকুল বেশ কিছু দিন ধরে ঋণগ্রস্ত ছিলো। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিলো। নেশাকরায় তাকে কেউ ইজিবাইক ভাড়া দিতেও চাচ্ছিলো না। আমাদের ধারণা মাদকই তার আত্মহত্যার কারণ।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিবার্তা/আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]